দাদু-ঠাকুমার কোলে মহাভারতের গল্প শুনতেই শুনতেই কেটে যায় ছোটবেলা৷ আর এই মহাকাব্যেরই একটি গুরুত্বপূর্ণ চরিত্র হল ভগবান শ্রী কৃষ্ণ৷ কত মহান ভগবান শ্রী কৃষ্ণ ৷ কিন্তু ছোটবেলা থেকে ভগবান শ্রী কৃষ্ণের জীবন সঙ্গী হিসাবে জেনেছি রাধা নাম I কিন্তু বড় হয়ে জানতে পারলাম রাধা ভগবান শ্রী কৃষ্ণ কেউ নন I আসলে ভগবান শ্রী কৃষ্ণ মাতা রুক্মিণী ও সত্যভামা কে বিবাহ করেছিলেন তারও কিছু কারণ রয়েছে । ভগবান শ্রী কৃষ্ণ নরকাসুরের অপহরিত ১৬০০০ গোপীকে উদ্ধার ও সমাজে স্বীকৃতি দেওয়ার মত মহান কাজ করায় সবাইকে উনার পত্নী বানিয়ে ফেলা হয়েছে I এর অর্থ কী সমাজে কেউ ভাল কাজ করলে তার নামে কুনাম রটানো । ভিডিও টি দেখুন ১৬০০০ গোপীকে সম্পর্কে জানতে পারবেন ।
কে এই রুক্মিণী?
রুক্মিণী ছিলেন বীরভদ্রের রাজা ভিস্মাকার কন্যা৷ শ্রী কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হওয়ার আগে থেকেই রুক্মিণী তাঁর প্রেমে পড়েছিলেন বলে জানা যায়৷ রুক্মিণী তাঁর সখীদের কাছ থেকে জানতে পেরেছিলেন ভগবান শ্রী কৃষ্ণের গুণাবলী ও ক্ষমতার কথা৷ আর সেই কারণেই তিনি আরও বেশি করে প্রেমে পড়ে গিয়েছিলেন৷
তবে রুক্মিণীর ভালোবাসা যতই প্রবল হোক না কেন৷ ভগবান শ্রী কৃষ্ণের চরম শত্রু ছিলেন তার ভাই রুক্মি৷ তিনি সেই কারণে কখনই চাইতেন না তাঁর দিদির সঙ্গে শ্রী কৃষ্ণের বিয়ে হোক৷ কিন্তু রুক্মিণী সবসময়ই শ্রী কৃষ্ণের সঙ্গে একটি ঐশ্বরিক টান অনুভব করতেন৷ এমনকি তিনি শ্রী কৃষ্ণ কে একটি প্রেমপত্রও লিখেছিলেন৷ ভগবান বিষ্ণুও এই প্রেমপত্র পেয়ে আপ্লুত হয়ে গিয়েছিলেন৷ যদিও রুক্মিণীর ভাই সর্বদাই তাদের এই প্রেমের কাহিনীতে বাধা হয়ে দাঁড়াতেন৷ অবশেষে এরা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন৷
কে এই সত্যভামা?
সত্যভামার সঙ্গে শ্রী কৃষ্ণের বিয়ের ঘটনাটি আরও বেশি আবেগপ্রবণ৷ সত্যভামার বাবা সত্রাজিৎ দ্বারকার কোষাধ্যক্ষ ছিলেন৷ শ্রীকৃষ্ণ বিভিন্ন বিষয়ে সত্রাজিৎকে পরামর্শ দিতেন৷ সত্যভামা নাগকন্যা হিসেবে জন্মগ্রহণ করেছিলেন৷ তখন তাঁর নাম ছিল চন্দ্রকান্তা৷ সত্যভামা ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত ছিলেন৷
চন্দ্রকান্তর সৌন্দর্য নিয়ে একসময় মোহিত ছিলেন আহির্ভান৷ তিনি চন্দ্রকান্তকে পাতালে নিয়ে যান৷ সেখানেই শ্রী রামের সঙ্গে সত্যভামার দেখা হয়৷ ভগবান বিষ্ণুই রামের ছদ্মবেশে এসেছিলেন পাতালে ৷ সত্যভামা রামকে বিয়ে করার জন্য নাছোড়বান্দা ছিলেন৷ তিনি রামের কোনও অজুহাতই শুনতে চাইতেন না৷ কিন্তু শ্রী রামও বলেন, তিনি সত্যভামাকে কিছুতেই বিয়ে করতে পারবেন না৷ তবে শ্রী রাম তাঁকে প্রতিশ্রুতি দেন, পরজন্মে আবার নতুন কোনও অবতারে সত্যভামাকে তিনি বিয়ে করবেন৷ আর সেইমত কৃষ্ণ অবতারে মর্ত্যে এসে বিয়ে করেন সত্যভামাকে। তবে ভগবান শ্রী কৃষ্ণ রুক্মিণীকেই বেশি ভালোবাসতেন৷ BY : kolkata24/7