অক্সিজেন ও কার্বনডাইঅক্সাইড সম্পর্কে যা বলেছে পবিত্র বেদ।


 দ্বাবিমো বাতৌ বাত অসিন্ধরা পরাবতঃ।
 দক্ষং তে অন্য আবাতু ব্যহন্যে বাতু যদ্ রপঃ।(অথর্ব্ববেদ ৪।১৩।১)

-প্রাণ বায়ু ও অপ্রাণ বায়ু দুই প্রবাহিত হইতেছে। অপ্রাণ বায়ু সমুদ্র সদৃশ গভীর ফুসফুস হইতে আসিতেছে এবং
প্রাণবায়ু দূর বায়ুমন্ডল হইতে আসিতেছে।প্রাণবায়ু তোমার জন্য বলসঞ্চার করিতেছে আর অপান বায়ু
শরীরের রোগ পাপকে শরীর হইতে বাহির করিতেছে।
নবীনতর পূর্বতন