গানে গানে বৈষ্ণবীয় কর্তব্য ।




এ গুরুত্বপূর্ণ গানটি লিখে গেছেন গুজরাটী আদি কবি মহাবৈষ্ণব শ্রী নরসিং মেহতা (১৪১৪-১৪৮১) । গানটি গেয়েছেন শ্রী কুলদীপ এম পাই ও উনার তিন জন শিষ্য শ্রীমান রাহুল ভিলাল, শ্রীমতি সূয়োগায়ত্রী ও শ্রীমতি ভাবয় গণপতি । গানটির উল্লেখিত কথা গুলো থেকে গৌড়ীয় বৈষ্ণব আর প্রকৃত বৈষ্ণবের পার্থক্য বুঝায় যায় । যেখানে প্রকৃত বৈষ্ণবরা পরমাত্মার দর্শনের জন্য আকুল হয়ে থাকেন সেখানে গৌড়ীয় বৈষ্ণবরা বড়ুচন্ডী দাসের বৈষ্ণবপদাবলীর রাধাকৃষ্ণ প্রেমলীলা রসে স্নান করেন । এ কেমন ধর্ম পবিত্র বেদ এর কথা না মেনে ভগবানের অদেখা লীলাকে নিয়ে টানাটানি করছি ! আসুন আমরা বৈদিক পথে চলি সত্যে কথা বলি । আমি শ্রী কুলদীপ এম পাই দাদা কে অসংখ্য ধন্যবাদ জানায় প্রকৃত সত্য তুলে ধরার জন্য ।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন