লোলার্ক কুণ্ড। যেটি একটি রহস্যময় হিন্দু তীর্থ।

লোলার্ক কুণ্ড। যেটি একটি রহস্যময় হিন্দু তীর্থ।


বারাণসী গেলে গঙ্গার ঘাট, বিশ্বনাথের মন্দিরতো সবাই ঘুরে দেখেন। কিন্তু এই প্রাচীন শহরের লোলার্ক কুণ্ড দেখেছেন কখনোও? বহু বছরের পুরনো এই ছোট্ট পুকুর রহস্যময় হাতছানিতে আপনাকে ডাকবেই। 

আশ্চর্যে বিষয় হল এই পুকুরের জলের উত্‍স্য ঠিক কোথায়, তা জানা যায় না। কোনও নদী বা অন্য কোনও জলাশয়ের সঙ্গে যুক্ত নয় এই কুণ্ড, এখানে বৃষ্টির জলও পড়ে না। তাহলে এই কুণ্ডে জল আসে কোথা থেকে? স্থানীয় বাসিন্দাদের মতে 'পাতাল লোকের' জলে ভরে থাকে লোলার্ক কুণ্ড। কুণ্ডের সঙ্গে রয়েছে একটি শিব মন্দির। শ্রাবণ মাসে বহু পূণ্যার্থী লোলার্ক কুণ্ড ও সংলগ্ন শিব মন্দিরে ভিড় করেন। কুণ্ডের জলে স্নান সেরে মন্দিরে পুজো দেন তাঁরা।

স্কুন্ধ পুরানে বারাণসীর লোলার্ক কুণ্ডের উল্লেখ রয়েছে। কথিত আছে, মহাদেব একবার সূর্যকে কাশীতে সততা ও পবিত্রতা ছড়িয়ে দেওয়ার জন্য পাঠান। ৫০ ফুট গভীর এই কুণ্ডে সূর্য আশ্রয় নেন বলে বিশ্বাস। কুণ্ডের জলে সূর্যের ছায়া পড়ায় সাধারণ মানুষ মনে করেন যে সেখানে স্নান করলে সব পাপ ধুয়ে যাবে। By : Ei Somoy.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন