ভগবান শ্রী রামচন্দ্রের রাম নবমী উদযাপন ও বৈদিক কর্মশালার উদ্বোধন করছে এসভিএস।

SVS,RamNavomi


ওঁ তৎ সৎ
সৌম্য,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, ২৯ চৈত্র, ১৪২৫ বঙ্গাব্দ; ১৩ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ; শনিবার আমরা সনাতন বিদ্যার্থী পরিবার শ্রী রামচন্দ্রের চরণবন্দনায় ব্রতী হয়েছি।
এই পূত আয়োজনে আপনার সবান্ধব শুভাগমনে সার্থক, নন্দিত এবং ঋদ্ধ হোক আমাদের ভগবান শ্রীরামচন্দ্রের শ্রীচরনবন্দনার এই ক্ষুদ্র প্রয়াস।


★★অনুষ্ঠান সূচী★★

.♣২৮ চৈত্র,১২ এপ্রিল শুক্রবার♣
★প্রতিমা স্থাপনঃ রাত্রি ০৮:০১
♣২৯ চৈত্র, ১৩ এপ্রিল শনিবার♣
★অভিষেকঃ সকাল ১০:০১

★পূজারম্ভঃ সকাল ১১:০১

★অঞ্জলি প্রদানঃ দুপুর ১২:০১
★প্রসাদঃ দুপুর ০২:০১
★বৈদিক ধর্মসভাঃ বিকাল ০৩:০১
★বৈদিক কর্মশালার উদ্ভোধনঃ বিকাল ০৪:০১
★ধর্মীয় সংঙ্গীতানুষ্ঠানঃ বিকাল ০৫:০১
★সন্ধ্যারতিঃ সন্ধ্যা ০৬:০১


SVS,Vedic,Workshops


♥★★ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ★★ ♥
পূজামন্ডপঃ শ্রীশ্রীচট্টেশ্বরী কালীবাড়ী, চট্টগ্রাম।
আয়োজনেঃ সনাতন বিদ্যার্থী সংসদ,চকবাজার শাখা,চট্টগ্রাম
এই পূত আয়োজনে আপনার সবান্ধব শুভাগমনে সার্থক, নন্দিত এবং ঋদ্ধ হোক আমাদের ভগবান শ্রীরামচন্দ্রের শ্রীচরণবন্দনার এই ক্ষুদ্র প্রয়াস।
বি:দ্র:-ভগবান শ্রীরামচন্দ্রের পূজোর জন্য কেউ যদি স্বইচ্ছায় কোন প্রণামী দিতে চান তাহলে শ্রদ্ধার সাথে গ্রহন করা হবে।

বিকাশ+রকেট-01811807011
রকেট- 01878339844

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন