পৃথিবীর গতি নিয়ে পবিত্র বেদের শ্লোক। জেনে অবাক হবেন।

পৃথিবীর গতি নিয়ে পবিত্র বেদের শ্লোক। জেনে অবাক হবেন।


পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এই কথা বলার কারণে গ্যালিলিওকে কারাগারে বন্দী হতে হয়েছিল। কিন্তু গ্যালিলিওর হাজার হাজার বছর আগে পবিত্র বেদ এই একই কথা বলেছে যেটি প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীর গর্বের বিষয়। তবে চলুন পড়ে আসি পবিত্র বেদে পৃথিবীর ঘূর্ণন সংক্রান্ত শ্লোকটি।



-পৃথিবীর গতি-

ওঁ অহস্তা যদপদী বর্ধত ক্ষাঃ শচীভির্বেদ্যানাম্।

শুষ্ণং পরিপ্রদক্ষিণিদ্ বিশ্বায়বে নিশিশ্নথঃ।।
(ঋগ্বেদ,১০/২২/১৪)

অনুবাদ-
পৃথিবী যদিও হস্তপদহীন তথাপি ইহা চলিতেছে। অবশ্য জ্ঞাতব্য পরমাণুর শক্তি দ্বারা সূর্য্যের চারিদিক ইহা প্রদক্ষিণ করিতেছে। হে পরমাত্মা! সমগ্র মানবের মধ্যে আস্তিক্য বোধ জাগাইবার জন্যই তুমি এরূপ রচনা করিয়াছ।
নবীনতর পূর্বতন